Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে  :

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত)= ০১জন।

উপজেলা মেডিকেল অফিসার(এমসিএইচ-এফপি)(অ:দা:)= ০১জন।

সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা= ০১জন।

উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী =০৩জন।

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর = ০১জন।

উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার =০২ জন।

পরিবার কল্যাণ পরিদর্শিকা = ০৬জন।

পরিবার পরিকল্পনা পরিদর্শক = ০৭জন।

পরিবার কল্যাণ সহকারী =৩২জন।

অফিস সহায়ক =০১জন।

এমএলএসএস/নিরাপত্তা প্রহরী = ০১জন।

আয়া = ০৫ জন।

 

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ,মহম্মদপুর,মাগুরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  মন্ত্রনালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা  ও  পরিবার কল্যাণ বিভাগের নিয়ন্ত্রনাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপজেলা পর্যায়ের প্রধান অফিস।

এই অফিসের অফিস প্রধানের  পদবী  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,এই অফিসের  সরাসরি নিয়ন্ত্রনে প্রতিটি ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক(এফপিআই) গন এর তত্বাবধানে পরিবার কল্যাণ সহকারী(এফডব্লিউএ) গন বাড়ি বাড়ি পরিদর্শনের মাধ্যমে ,এসএসিএমও এবং এফডব্লিউভি গন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র,স্যাটেলাইট ক্লিনিক  উপজেলা সদর ক্লিনিক ,মা ও শিশু স্বাস্থ্য ইউনিট হতে এবং মেডিকেল অফিসার(এমসিএইচ-এফপি) গন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে পরিবার পরিকল্পনা বিভিন্ন আধুনিক পদ্ধতি সেবা ,মা ও শিশু স্বাস্থ্য সেবা,প্রজনন স্বাস্থ্য সেবা,স্বাভাবিক প্রসব সেবা ,কৈশর বান্ধব স্বাস্থ্য সেবা ,ও ছোট পরিবার গঠনের লক্ষ্যে জন সচেতনতা মূলক সেবা প্রদান করা  হয়ে থাকে।

 

এক নজরে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ,মহম্মদপুর,মাগুরা।

ভৌগলিক অবস্থা : মহম্মদপুর উপজেলা পরিবার পরিকল্পনা।

*অবস্থিত,আয়তন: ২৩৪.২৯বর্গ কিলোমিটার (৫৭৭৪৯.৪০ একর)

*মোট জনসংখ্যা : ২৪৩২২২জন

*পুরুষ : ১২৪১১৭জন

*মহিলা : ১১৯১০৫জন

*গ্রাম : ১৯৩/১৮৬জন

*ইউনিয়ণ : ৮টি

*ইউনিট সংখ্যা : ৪১টি

*মৌজা :১৩২টি

*লোকসংখ্যার ঘনত্ব : ১০৩৮জন(প্রতি বর্গ কিলোমিটার)

*ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ৫টি

*১০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র ০১টি

*পরিবার পরিকল্পনা সদর ক্লিনিক ০১টি

*এমসিএইচ ইউনিট ০১টি

*TFR-২.০৩%

*আশ্রয়ন প্রকল্প ০৩টি উপজেলা  মোট স্যাটেলাইট ক্লিনিকের সংখ্যা ৪৮টি

*২৪ ঘন্টা স্বাভাবিক ডেলিভারী সেবা প্রদানকারী UH&FWCএর সংখ্যা -৫টি

*আর ডি : ০২টি।

*পরিবার পরিকল্পনা কার্যক্রম চলমান কমিউনিটি ক্লিনিক এর সংখ্যা : ২৩টি

*সিএসবিএ প্রশিক্ষণ প্রাপ্ত পরিবার কল্যাণ সহকারীর সংখ্যা -০৪ জন

*মিডওয়াইফারী প্রশিক্ষণ প্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শকা এর সংখ্যা ০৩জন